রামনবমী উৎসবে বিজেপির প্রার্থীর অনির্বাণ গঙ্গোপাধ্যায়’র জনপ্রিয়তা ও এলাকার মানুষের আশীর্বাদ।

0
269

যাদবপুর, নিজস্ব সংবাদদাতা:- গতকাল রাজ্য তথা সারা দেশ জুড়ে পালিত হয়েছে রামনবমী, ভারতের বহু রাম ভক্ত এই দিন ভগবান রামের আরাধনা করেছেন । তবে বিশেষ করে বিজেপির মধ্যে ভগবান রাম আলাদাই স্থান পায়। ভগবান রাম বিজেপির সাথে ওতপ্রোতভাবে জড়িত বিজেপির যেখানেই জনসভা হোক সেখানেই ভগবান রামের নামে জয় ধ্বনি শোনা যায়।

কিন্তু এই বছর লোকসভা ভোটের আগে এক অন্নচিত্র দেখা গেল রাজ্যে, যেখানে দেখা গেল রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীরা গেরুয়া পোশাক পড়ে জয় শ্রী রামের ধ্বনি দিচ্ছেন, রাম পুজোয় অংশগ্রহণ করছেন , যা সচরাচর এর আগে তেমন দেখা যায়নি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, বাংলার হিন্দু ভোটারদের নিজেদের পক্ষে রাখতেই তৃণমূল এই পদক্ষেপ নিয়েছে। তবে বাংলার হিন্দু ভোটারদের কতটা নিজেদের পক্ষে রাখতে সক্ষম হবে তৃণমূল তা আগামী দিনেই জানা যাবে।

তবে এই দিন রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যাদবপুর বিধানসভা কেন্দ্রের ১০৬ নম্বর ওয়ার্ডের পাগলীর মাঠ এলাকায় একটি রামনবমী পূজো হয়। সেই পুজোতে অংশগ্রহণ করেন যাদবপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি ভগবান রামের থেকে আশীর্বাদ নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করেন। বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় সন্ধ্যে সাতটা থেকে ।সেই শোভাযাত্রা চলে তারকের ব্রিজ হয়ে মোহনের ব্রিজ হয়ে কালিকাপুর বাজার ১০৯ নম্বর ওয়ার্ডের মুকুন্দ ভবন হয়ে ১০৯ নম্বর ওয়ার্ডের পুজো স্থলে গিয়ে এই শোভাযাত্রা সম্পন্ন হয়।

তবে শোভাযাত্রার শুরু থেকেই বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ।এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা তিনি লাভ করেছেন ।রাস্তার দুই ধারে মানুষ ঘর থেকে বেরিয়ে এসে তাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন । এমনকি তাকে ভরসা যুগিয়েছেন যে তারা বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সাথেই আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here