বর্ধমানের মেহেদীবাগান জোড়া মন্দির থেকে কার্জন গেট পর্যন্ত বিজয় সংকল্প যাত্রা কর্মসূচিতে সামিল হন দিলীপ ঘোষ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-মনোনয়নপত্র দাখিল করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে শহর বর্ধমানের মেহেদীবাগান জোড়া মন্দির থেকে কার্জন গেট পর্যন্ত বিজয় সংকল্প যাত্রা কর্মসূচিতে সামিল হন দিলীপ ঘোষ। পরে বর্ধমান জেলাশাসক অফিসে গিয়ে মনোনয়নপত্র পেশ করেন। বিজয় সংকল্পযাত্রা কেন্দ্রিক বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রার্থী দিলীপ ঘোষ ছাড়াও সামিল হয়েছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা পাশাপাশি বহু কর্মী সমর্থক। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আজকের শোভাযাত্রায় নতুন পুরনো কর্মীরা রাস্তায় নেমেছিলেন। সাধারণ মানুষের সমর্থন ছিল চোখে পড়ার মতো। এই গরমের মধ্যেও সাধারণ মানুষ হাত দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের যেভাবে অত্যাচার চলছে তার জন্য তাণ্ডব নৃত্য দরকার। ভগবান শিব তাণ্ডব নৃত্য করেছিলেন সেজন্য শিবের প্রতীক হিসেবে বর্ধমানের সাধারণ মানুষ তাণ্ডব দেখাবেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে নিশানা করেন রাহুল সিনহা।
রাহুল সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তৃণমূল কংগ্রেসের চরিত্র জনসম্মুখে এমন ভাবে প্রকাশ হয়েছে যে আজকে চোর চোর রব তাদের শুনতে হচ্ছে। আজকে মানুষের ঢল দেখলাম, রাস্তার দুইধারে সাধারণ মানুষ যেভাবে স্বাগত করলেন এর থেকে বোঝা যায় তৃণমূল কংগ্রেসের অবস্থা কি। গতকাল আড়াইশো থেকে তিনশো লোক নিয়ে মিছিল করল তৃণমূলের কীর্তি আজাদ, আর আজকে এত বড় জনজোয়ার আর এটাই বলে দিচ্ছে এখানে ফলাফল কি হবে। এসএসসি দুর্নীতির রায় আদালত বহিঃপ্রকাশ করেছেন, বহু মানুষের চাকরি চলে গেছে, এতে করে এবার তৃণমূলের সব নেতারা ভাববে “চাচা আপন প্রাণ বাঁচা”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *