দিলীপ ঘোষের রোড শো যখন ব্রিজ পেরিয়ে উদয়পল্লী বাজারের দিকে এগোতে থাকে তখনই তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে তৃণমূলের কর্মীরা “গো ব্যাক দিলীপ ঘোষ” স্লোগানে সামিল হয়।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রথ তলা হোমিওপ্যাথি কলেজ সন্নিকট থেকে একটি রোড শো করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।দিলীপ ঘোষের রোড শো যখন ব্রিজ পেরিয়ে উদয়পল্লী বাজারের দিকে এগোতে থাকে তখনই তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে তৃণমূলের কর্মীরা “গো ব্যাক দিলীপ ঘোষ” স্লোগানে সামিল হয়। শ্লোগানকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় বর্ধমান সদর থানার পুলিশ এবং পরিস্থিতি স্বাভাবিক করে।পাল্টা বিজেপির রোড শো বিজেপির কর্মীরা থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে চোর চোর স্লোগান তোলে।
রোড শো চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, আমরা গত পরশুদিন নমিনেশন দাখিল করেছি এবং আজ থেকে বিধিবদ্ধ নির্বাচনী প্রচার শুরু করেছি। টাউনে যে সমস্ত এলাকায় গুন্ডারা থাকে সেই সমস্ত এলাকাতেই আমরা রোড শো করছি। দিলীপ ঘোষ প্রথমে সবচেয়ে কঠিন জায়গা থেকে শুরু করে, আর সবাইকে মেসেজ দিয়ে দেয় নির্বাচনের ফলাফল কি হবে। গো ব্যাক স্লোগান প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “হাতি চলে বাজার তো কুত্তা ভোকে হাজার”। যেখানে যত কুত্তা আছে এবার ভুকবে! হাতি বাজারে বেরিয়েছে তো তাই বুঝতে পারছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *