নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদাতে আগামী ৭ মে লোকসভা নির্বাচনে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি মালদার বাইপাস নিত্যান্দপুর ময়দানে জনসভা করেন । এই জনসভা তে দেখতে যান মালদার গাজোল থেকে বিজেপির কিছু কর্মী তারা অটো গাড়ি রিজার্ভ করে মোদীর সভা দেখে বাড়ি ফেরার পথে পুনরায় অটো গাড়িতে করে আস্তেই গাজোল ঘাকশোল ৩৪ নং জাতীয় সড়কে উপর একটি ফলের গাড়ি দাঁড়িয়ে থাকে পিছন দিক থেকে বিজেপি কর্মী ওই গাড়িটি নিমন্ত্রণ হারিয়ে রোডের উপরে পাল্টি খেয়ে যায়। এরপর বিজেপি কর্মীরা গাড়ির নিচে চাপা পড়ে যায় । এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ওই প্যাসেঞ্জার গুলোকে উদ্ধার করে টোল প্লাজার অ্যাম্বুলেন্স করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন তাদেরকে এখন বর্তমান গাজোল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । জানা যায় ওই আট -যাত্রীদের বেশ ক্ষয় ক্ষতি হয়েছে । তাদের বাড়ি গাজোল কচুয়া টোলা এলাকায় । এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ার কারণে তাদের মালদা মেডিকেল কলেজের রেফার করা হয়েছে।