নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- লোকসভা নির্বাচনের আগেই নদীয়ার ভীমপুরে সিপিএমে বড় ভাঙ্গন । ভীমপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএমের উপপ্রধান সহ কর্মী সমর্থকদের নিয়ে বিজেপিতে যোগদান । আজ ভীমপুরে বিজেপির একটি সভা ছিল । সেই সভায় ভীমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, বাপ্পাদিত্য বিশ্বাস সহ সিপিআইএম সমর্থকদের নিয়ে সিপিআইএম ছেড়ে রাজ্যের বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারির হাত ধরে যোগদান করলেন বিজেপিতে। গত পঞ্চায়েত ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় অর্জন করেন বাপ্পাদিত্য বিশ্বাস এবং ভীমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে নির্বাচিত হন । বিজেপির গ্রাম পঞ্চায়েতেরৌ উপপ্রধান হিসেবে ভীমপুর পঞ্চায়েতের চেয়ারে বসেন।বামপন্থী হিসাবে এলাকায় জনপ্রিয় নেতা ছিলেন তিনি। পঞ্চায়েত ভোটে বিজেপি পঞ্চায়েত দখল করার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল বাপ্পাদিত্য বিশ্বাসকে নিয়ে । আজ ভীমপুর পঞ্চায়েতের পথসভায় তরুণ জ্যোতি তেওয়ারির হাত ধরে বিজেপিতে যোগদান করে লোকসভা ভোটের আগে বিজেপির হাত শক্ত করলেন বলে মনে করছেন এলাকার একাংশ। এই পথ সভাতেই মহুয়া মৈত্র কে চোর বলে আখ্যায়িত করলেন তরুণজ্যোতি তেওয়ারি। বিজেপির যোগদান সভায় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । বলা যেতেই পারে রাজবাড়ির রানিমার হাত শক্ত করতে সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান ।