নিজস্ব সংবাদদাতা, মালদহঃ- মালদহে বিজেপি নেতার হেফাজত থেকে উদ্ধার প্রায় দুই লক্ষ টাকা। পুলিশের নাকা চেকিং-এ উদ্ধার নগদ টাকা। বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। মালদহ শহরের রবীন্দ্র এভিনিউ এলাকার ঘটনা। দুপুরে চার চাকার গাড়িসহ ওই বিজেপি নেতাকে আটক করে পুলিশ ও ফ্লাইং স্কোয়াড। এরপর উদ্ধার হয় ১ লক্ষ ৯৫ হাজার পাঁচশো টাকা। শান্তনু ঘোষ নামে ওই নেতা বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ব্যবসার টাকা ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন দাবি বিজেপি নেতার। টাকার সঠিক উৎস জানাতে না পারায় বাজেয়াপ্ত নগদ অর্থ। দাবি কমিশন প্রতিনিধিদের।
নির্বাচনের সময় এভাবে নগদ টাকা নিয়ে যাতায়াত নিয়ম বহির্ভূত। যে দলের নেতা হোন না কেন, কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, বললেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।