দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গতকাল গভীর রাতে কুশমন্ডি থানার বড়গাছি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা করে একদল দুষ্কৃতি। ওই ব্যাঙ্ক চত্বরে গভীর রাতে পাহারত অবস্থায় ছিলেন দু-জন সিভিক ভলেন্টিয়ার। দুষ্কৃতীরা দুইজন সিভিক ভলেন্টিয়ারকে তালা দিয়ে আটক করে রাখে এমনটাই অভিযোগ দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ারের।দুষ্কৃতীরা সংখ্যায় বেশি থাকায় সিভিক ভলেন্টিয়াররা তাদের কাছে অসহায় হয়ে পড়ে । তারপর দুষ্কৃতি দল ব্যাঙ্কে ঢোকার সদর দরজার তালা ভাঙ্গে, এরপর ব্যাঙ্কের ভিতরে প্রবেশ করে। ব্যাঙ্কের ভেতরে থাকা বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর ও লন্ডভন্ড করে। তারপর ডাকাত দলের নজর পড়ে ব্যাঙ্কের ভোল্টের উপর। ব্যাঙ্কের ভোল্ট ভাঙতে তারা ব্যর্থ হয়। তথ্য লোপাটের জন্য ডাকাত দল ব্যাঙ্কের মধ্যে থাকা সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে চলে যায় এমনটাই দাবি ব্যাঙ্ক ম্যানেজার মোস্তাফিজুর রহমানের। এরপরে ডাকাত দল কুশমন্ডি-মহিপাল রাজ্য সড়কের নাহিট এলাকায় ঘোরাঘুরি করলে দায়িত্বে থাকা দুজন সিভিক ভলেন্টিয়ারের ডাকাত দলকে দেখে সন্দেহ হয়।তাদেরকে কিছু প্রশ্ন করার আগেই ডাকাত দল সিভিক ভলেন্টিয়ারের মাথায় রিভলবার ঠেকিয়ে তাদের কাছে থাকা দুটি মোবাইল ও একটি বাইক নিয়ে চম্পট দেয়। তৎক্ষণাৎ খবর পেয়ে কুশমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ব্যাংকের তরফ থেকেও কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য ও কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য জানান, ‘ আমরা পুরো ঘটনার তদন্ত শুরু করেছি।খুব শীঘ্রই ধরা পড়বে বলে আমরা আশাবাদী। তবে তদন্তের স্বার্থে এসডিপিও তেমন কিছু বলতে চাননি। প্রশ্ন উঠছে, রাতের অন্ধকারে সিভিক ভলেন্টিয়ারের যদি নিরাপত্তা নিয়ে এরকম হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
কুশমন্ডিতে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা ব্যর্থ।

Leave a Reply