বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে এবার শহরতলীতে রোড শো করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে এবার শহরতলীতে রোড শো করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার নদীয়ার কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র সদর মোড় থেকে শুরু করে প্রায় তিল কিলোমিটার পথ রোড শো করেন অমিত সাহ। যদিও এই রোড শোতে অসংখ্য কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়, এছাড়াও রাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্বরাও এই রোড শোতে পা মেলান, ছিলেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী সহ জেলার বিজেপি বিধায়করা। রোড শয়ের শেষে বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী বলেন, এই কেন্দ্রের তৃণমূলের যে পার্থী হয়েছেন সে একজন নির্লজ্জ বেহায়া, যে মা কালীকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে মানুষ কেন তাকে ভোট দেবে। আজকের অমিত শাহের রোড শোতে যেভাবে মানুষ অংশগ্রহণ করেছে সেখানে পরিষ্কার এই লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অমৃতা রায় বিপুল ভোটে জয়ী হবে, কারণ অমৃতা রায় ভোটে দাঁড়ানোর পর থেকে মহুয়া মৈত্র তাকে নিয়ে একাধিক বাজে মন্তব্য করেছেন, তার বংশ নিয়ে নোংরা ভাষায় কথা বলেছেন, যাকে কদিন আগে সাংসদ পথ থেকে বইস্কিত করা হলো তার পেছনে কি কারণ গোটা দেশ সেটা জানে। অন্যদিকে অমিত শাহের রোড শোতে বিভিন্ন বাদ্যযন্ত্র উপস্থাপন করে বিজেপি কর্মীরা, আর গোটা কৃষ্ণনগর শহর মুড়ে রাখা হয় করা নিরাপত্তায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *