পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গতকাল অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বিষ্ণুপুর ১৩ নং অঞ্চলের মাধবচক এলাকায় বিজেপি কর্মী প্রতিবাদে করেছিল ১০০ দিনের কাজের টাকার হিসাব দিন বলে BJP র অভিযোগ,সেই কথা জিজ্ঞেস করাতে তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা ওই বিজেপি কর্মীকে মারধর করে বলে অভিযোগ বিজেপি,যাকেই মারধর করলো পুলিশ গিয়ে রাতের বেলাই সেই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে সবং থানার পুলিশ। ওই বিজেপি কর্মীকে নি:শর্ত মুক্তির দাবীতে থানার সামনেই বসে পড়লো বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায় সহ বিজেপি কর্মী সমর্থকরা। হিরনের আরও অভিযোগ থানার ওসির সাথে দেখা করতে দেওয়া হয়নি পাশাপাশি টেবিলের এক অফিসার হিরন সহ বিজেপি কর্মীদের সাথে অসভ্য আচরন করেছে বলেও অভিযোগ করেছেন। যতক্ষননা পর্যন্ত ওই বিজেপি কর্মীকে ছাড়া হয় ততক্ষন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন হিরন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সবং থানা চত্বরে।
সবং থানাতে অবস্থান বিক্ষোভে ঘাটালের BJP প্রার্থী হিরন চট্টোপাধ্যায়।

Leave a Reply