পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্ৰহন প্রক্রিয়া চালু হলো আজ ১৩ই মের আগে বর্ধমানে।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্রের ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের আগামী ১৩ই মে লোকসভা নির্বাচনের ভোটগ্ৰহন,ভোটগ্ৰহনের সাথে যুক্ত সরকারি আধিকারিক এবং ভোটের খবর সংগ্রহের জন্য সাংবাদিকরাও সেদিন বিভিন্ন কাজে ব্যাস্ত থাকে। তাই ভোটগ্ৰহনের দিন সরকারি আধিকারিক ও সাংবাদিকরা ব্যস্ততার মধ্যে অনেকসময় নিজেদের ভোটাধিকার প্রোয়োগ করতে পারেন না ।তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরেও প্রষ্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের ব্যাবস্থা করে থাকে,তাই মঙ্গলবার জেলাশাসকের সভাগৃহে সরকারি আধিকারিক পুলিশ কর্মী ও সাংবাদিকরা পোষ্টাল ব্যালটের মাধ্যমে এদিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন।সকাল থেকেই জেলাশাসক অফিস চত্বরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের নিরাপত্তা ছিলো চোখে পরার মতো। সরকারি আধিকারিক, পুলিশ কর্মীরা এবং সাংবাদিকবৃন্দ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।তারি একঝলক তারা টিভির পর্দায় দেখে নিন। পাপাই সরকারের রিপোর্ট তারা নিউজ পূর্ব বর্ধমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *