এবার উচ্চ মাধ্যমিকে ৪৭২ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে নুন আনতে পান্তা ফুরোয় এমন পরিবারের সন্তান মহিমা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:–চরম আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও উচ্চ মাধ্যমিকে নজরকাড়া ফল করল এই ছাত্রী। দরিদ্র পরিবারের এই কৃতী ছাত্রীর চোখে এখন WBCS অফিসার হওয়ার স্বপ্ন। এই মেধাবী ছাত্রীর নাম মহিমা পারভীন। এবার উচ্চ মাধ্যমিকে ৪৭২ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সে। নুন আনতে পান্তা ফুরোয় এমন পরিবারের সন্তান মহিমা এদিন জানিছেন ভবিষ্যতে তিনি WBCS অফিসার হতে চান। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তথা কাজলী হল্ট এলাকার বাসিন্দা মহিমা পারভীন এবার ৪৭২ নম্বর নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করেছেন। জানা গিয়েছে, দিন আনা দিন খাওয়া ওই পরিবারের একমাত্র রোজগেরে মহিমার বাবা মহাবুল আলম। তিনি টোটো করে সবজি বিক্রি করে কোন রকমে সংসার চলান। এদিন মহিমার বাবা মহাবুল আলম জানিয়েছেন, ‘আগামী দিনে মেয়ের স্বপ্ন পূরণ হবে কি না জানিনা। কারণ WBCS অফিসার হতে গেলে অনেক অর্থের প্রয়োজন। কতটা মেয়ের স্বপ্ন পূরণ করতে পারব বুঝে উঠতে পারছি না। তবে প্রশাসন সহযোগিতা করলে নিশ্চয়ই মহিমা তার লক্ষ্যে পৌঁছতে পারবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *