যাদবপুর, নিজস্ব সংবাদদাতা:- যতই যাদবপুরের ভোটের দিনক্ষণ এগিয়ে আসছে ততই যেন শাসক, বিরোধী দলের আসল রূপ ধরা পড়ছে যাদবপুর লোকসভা কেন্দ্রে। কথায় আছে প্রতিপক্ষ যত শক্ত হবে খেলা ততই জমে উঠবে। এতদিন যাদবপুরের মানুষ তা দেখেনি। এক তরফা ফাঁকা ময়দানে গোল করে গিয়েছে বাম তৃণমুল। কিন্তু এবার যে সেটি হচ্ছে না তা হাড়ে হাড়ে বুঝে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমুল কংগ্রেস। কারণ এবার যে কঠিন প্রতিপক্ষ। যাদবপুর কেন্দ্রে এবার বিজেপি মনোনীত প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় ঘুরিয়ে দিয়েছেন লড়াই। মনুষের সমর্থনে পালে হাওয়া বইছে বিজেপির। অনুকূল স্রোতে জয়ের নৌক এগিয়ে চলছে নির্দিষ্ট লক্ষ্যে – যা এখন বুঝতে পারছে শাসক থেকে অন্যান্য বিজেপি বিরোধী দলগুলিও। আর যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপরে। বিজেপি করার অপরাধে আক্রমণের শিকার হতে হচ্ছে তাদের!
রাজনৈতিক ভাবে লড়াইয়ে পেরে না উঠে তৃণমূল কংগ্রেস নিজের বিষ দাঁত নখ দেখাতে শুরু করেছে। তার জ্বলন্ত উদাহরণ এদিনের ঘটনা- ভারতীয় জনতা পার্টি করার অপরাধে ভাঙ্গড় মন্ডল ২ , বেন্তা গ্রামে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর – তাঁকে মারধর – অত্যাচার – ভয় দেখানো কিছুই বাদ রাখেনি তথাকথিত রাজনৈতিক ছত্রছায়ায় পালিত সমাজবিরোধী গুলো। এর আগেও এমন ঘটনার প্রত্যক্ষ করেছে যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষ। সেই ঘটনার পরেও ফের আরো একবার তার পুনরাবৃত্তি।
ঘটনার কথা জানতে পেরে এদিন বিজেপি মনোনীত প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় সেই বিজেপি কর্মীর বাড়ি গিয়ে
তাঁর সঙ্গে দেখা করে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন। তিনি বলেন, ” এই পিশাচ ঘৃণ্য অত্যাচারী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালাম। একটা কথা খুব স্পষ্ট করে সমাজবিরোধী গুন্ডা বাহিনী কে জানিয়ে দিতে চাই – পশ্চিমবঙ্গে এই গুন্ডারাজ আর বেশিদিন চলবে না, পদ্ম ফুটছে , শুধু সময়ের অপেক্ষা।