ভোট বয়কটের রেস চলছেই, আন্দোলনকারী মহিলারা পুলিশ অত্যাচারে বাড়িতে থাকতে পারছে না অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- হবিবপুরের মঙ্গলপুরা রাধাকান্তপুর এ ভোট বয়কটের রেস চলছেই। আন্দোলনকারী মহিলারা পুলিশ অত্যাচারে বাড়িতে থাকতে পারছে না । এমনটাই অভিযোগ এলাকা বাসীর। গোটা গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। রাতের বেলা মহিলারা পুলিশি অত্যাচারে মাঠে-ঘাটে অন্যত্রে লুকিয়ে বেড়াচ্ছেন। পাশে দাঁড়ানোর পাশে কেউ নেই। তবে তাদের সাহস জোগাতে এগিয়ে এলেন বিজেপির নেত্রী তথা গাজোল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী গাঙ্গুলী সরকার। নির্যাতিতাদের গ্রামে গিয়ে তিনি পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, রাধাকান্তপুর কে পুলিশ প্রশাসন দ্বিতীয় সন্দেশখালি বানাতে চাইছে। মহিলাদের নিরাপত্তা নেই যেখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছে। হকের আদায় চাওয়া কি অপরাধ? তিনি এ নিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন। নির্যাতিতা মহিলারা জানিয়েছেন, পুলিশ গ্রামে অকথ্য অত্যাচার করেছে। বাড়িতে কাউকে থাকতে দিচ্ছে না। মুখ খুললে কেস দিয়ে দেওয়া হচ্ছে। এদিকে গোটা গ্রাম এখনো থমথম রয়েছে। পঞ্চায়েত থেকে লোকসভা দুটি ভোটে বয়কট হয়ে যাওয়ায় এলাকার উন্নয়ন নিয়ে মুখে কুলুপ প্রশাসনের। রাধাকান্তপুরে আগামী দিনের উন্নয়ন হবে? এভাবেই আন্দোলন করে ফের মার খাবেন গ্রামবাসীরা প্রশ্ন থেকেই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *