শনিবার বর্ধমানের হাটগোবিন্দপুরে কীর্তি আজাদকে পাশে নিয়ে জনপ্লাবনের মধ্যে দিয়েই এগোলেন অভিষেক।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে প্রচারের শেষদিন রোড শো করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বর্ধমানের হাটগোবিন্দপুরে কীর্তি আজাদকে পাশে নিয়ে জনপ্লাবনের মধ্যে দিয়েই এগোলেন অভিষেক। রামনগর ফুটবল মাঠ থেকে হাটগোবিন্দপুর কর্মতীর্থ পর্যন্ত রোড শো করেন তিনি।

গোটা রাস্তা গ্রামীণ বর্ধমানের মাঠ-ঘাট পেরিয়ে সাধারণ মানুষকে ছুটে আসতে দেখা যায় রোড শোতে যোগ দিতে, এক ঝলক অভিষেক ব্যানার্জী-কে দেখতে। হুড খোলা ট্যাবলো থেকে উৎসাহী সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন অভিষেক। শনিবার রোড শো চলাকালীন বৃষ্টির পূর্বাভাস থাকায় আশঙ্কায় ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। কিন্ত সব আশঙ্কা উড়িয়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের শেষ প্রচারে ঝড় তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ির ছাদে উঠে সাধারণ মহিলারা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁদের আশীর্বাদ চেয়ে নেন অভিষেক। উৎসাহী জনতার উদ্দেশে গোলাপের পাঁপড়ি উড়িয়ে অভিনন্দন জানান অভিষেক। উদ্বেল হয়ে ওঠে জনতা। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রোড শো তে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *