সাড়ে পাঁচ ফুট কচু গাছ, অবাক এলাকার অভিজ্ঞ চাষী মহল।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  চাষির ঘরে ছেলে , বিভিন্ন চাষ করাই তার পেশা কিন্তু কচু চাষ এ বছরে প্রথম বার এবং সেটা করতে গিয়ে তিনি আশেপাশের অভিজ্ঞ চাষীদের সঙ্গে আলোচনা করেছেন , নিয়েছেন তাদের পরামর্শ আর সেইরকমভাবেই পরিচর্যা করে ক্ষেতে সবুজ ঘন কচু গাছ বাড়তে বাড়তে উচ্চতায় পৌঁছেছে সাড়ে পাঁচ ফুটের উপর।প্রথমবার কচু চাষ করে এই ধরনের সাফল্যে অবাক এলাকার অভিজ্ঞ চাষী মহল, এলাকার অন্যান্য চাষীরা দীর্ঘ বছর ধরে কচু চাষ করলেও কিন্তু কখনোই দেশি কচু গাছ এত উচ্চতায় পৌঁছায়নি এবং এত বিপুল পরিমাণ ফলন পাওয়া যায়নি , পাশের এক চাষীর কথায় – যে ধরনের কচু গাছ হয়েছে এখনই কাটায় প্রায় দুই কুইন্টাল কচু পাওয়া যাবে কিন্তু ক্ষেত থেকে কচু তুলতে এখনো সময় আছে প্রায় এক দেড় মাস আশা করা যায় সেই সময়ে কচুর ফলন কাটা ফুঁতি ৩ কুইন্টালে গিয়ে পৌঁছাবে।
কানে কানে এই খবর ছড়িয়ে পড়ে এলাকার বাইরেও, বৃহৎ কচুক্ষেত দেখতে আসছে দূর দুরান্তের চাষীরা, সাড়ে পাঁচ ফুটের উপর কচু গাছ দেখতে ভিড় জমাচ্ছেন আগ্রহীরাও,
দেশি কচু গাছ সাড়ে পাঁচ ফুটের উচ্চতা হতে পারে এটা কারোর ধারণাতেই ছিল না। এই সাফল্যে খুশি চাষির মানু ঘোষ, তার কথায় – সবার পরামর্শে চাষ করেছি এবং তাদের পরামর্শে পরিচর্যা করেছি, সময় জল দিয়েছি কিন্তু আমি ভাবতে পারিনি এত বড় বড় কচু গাছ হবে।
মাঠে অক্লান্ত পরিশ্রম , চোখের সামনে সাফল্য এতে যেমন কচু চাষী মানু ঘোষ খুশি তেমনি খুশি পাশাপাশির চাষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *