পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি চকতারিনি বাজারে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সোনামণি মুর্মু টুডু’র সমর্থনে মিছিল ও পথসভা করল সিপিআইএম নেতৃত্ব,যেখানে উপস্থিত ছিলেন দাপুটে সিপিআইএম নেত্রী বিন্দা কারাত,সুশান্ত ঘোষ সহ একাধিক সিপিআইএম নেতৃত্ব। এই দিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত কেন্দ্র ও রাজ্যকে এক জোটের নিশানা করলেন তিনি, তিনি বলেন মোদি সরকার যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কোনোভাবেই সফল হয়নি পাশাপাশি রাজ্য সরকারের একাধিক দুর্নীতি প্রসঙ্গ নিয়ে বক্তব্য রাখতে শোনা যায় সিপিআই নেত্রী বিন্দা কারাতকে।
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি চকতারিনি বাজারে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সোনামণি মুর্মু টুডু’র সমর্থনে মিছিল ও পথসভা।

Leave a Reply