প্রণত টুডু”র সমর্থনে সর্বমঙ্গলা মন্দিরে পূজো দিয়ে জনসংযোগ যাত্রার মধ্য দিয়ে ভোট প্রচার সেরে ফেললেন রাজ্যের বিরোধী দলনেতা।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ-  ওই “আই লাভ ইউ” আর চলবে না,দশ বছর আগে হলে খেত লোক,মমতা ব্যানার্জি যেমন গল্প ফাঁদে,দশ বছরে ১০বার পাল্লামেন্ট করেন নি,১লক্ষ ভোটে হারবে, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা শহরে ঝারগ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু”র সমর্থনে সর্বমঙ্গলা মন্দিরে পূজো দিয়ে জনসংযোগ যাত্রার মধ্য দিয়ে ভোট প্রচার সেরে ফেললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী,এছাড়া উপস্থিত ছিলেন একাধিক জেলা ও রাজ্য নেতৃত্ব, পাশাপাশি সন্দেশখালীর বিষয় নিয়ে ভাইপোকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী,তিনি বলেন ভাইপো খুঁজে ঘা বানিয়েছেন, এবার বোঝো ঠেলা, তবে এই দিন কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *