৭৬ লক্ষ টাকা মুল্যের নয়টি সোনার বিস্কুট উদ্ধার।

0
14

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ – উন্মুক্ত সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে কয়েক লক্ষ টাকা মুল্যের সোনার বিস্কুট পাচার করার সময় এক ভারতীয় পাচারকারিকে আটক করল বি এস এফ।একুশ বছর বয়সি ধৃত ওই ভারতীয়ের নাম জীতেন মন্ডল। রায়গঞ্জের অধীন ৬১ নম্বর সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা গতকাল বিকেলে যখন দক্ষিন দিনাজপুর জেলার ভারত – বাংলাদেশ সীমান্ত হিলির উন্মুক্ত হাড়িপুকুর সীমান্তে পাহাড়ায় মজুত ছিল। সীমান্তে নজরদারি চালানোর সময় তারা দেখতে পায় এক যুবক ওই উন্মুক্ত সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে। জওয়ানরা দেখতে পেয়েই তাকে তাড়া করে ধরে সীমান্ত রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য।জিজ্ঞাসাবাদ চলাকালীন তার কোমরের উপরে পেটের কাছ থেকে পেচানো অবস্থায় প্রায় ৭৬ লক্ষ টাকা মুল্যের নয়টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।এরপরেই তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আজ তাকে স্থানিও থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে সুত্র মারফৎ জানা গেছে।প্রসংগত হিলি সীমান্তের এই হাড়িপুকুর সীমান্ত গ্রামটির পায়ে চলা রাস্তার দুই পাশে একদিকে ভারতের গ্রাম হাড়িপুকুর অন্যদিকে বাংলাদেশের হাড়িপুকুর গ্রাম। এরকম পরিস্থিতিতে বি এস এফ কড়া নজরদারি চালিয়ে হিলিকে সুরক্ষিত রাখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here