চোরের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসীরা।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- চোরের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসীরা। চোরের আতঙ্কে রীতিমতো ভীতস্ত এলাকার সাধারণ মানুষ জন। এলাকায় সম্প্রতি উপদ্রব পেয়েছে চুরির, অভিযোগ রাত হলেই এলাকা জুড়ে বেড়ে যায় চোরের আনাগোনা। অনেকে আবার ভয়ে পার করছেন নির্ঘুম রাত্রি।
চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের শেষ প্রান্ত সালালপুর খালের বাঁধ এলাকার। এলাকার বাসিন্দা কর্মসূত্রে একজন গ্রামীণ চিকিৎসক মৃনাল কান্তি রায় তিনি জানিয়েছেন, “বিগত সপ্তাহখানেক যাবত আমাদের এলাকার বেশ কিছু জায়গায় চুরি হয়েছে। চোরেরা মোবাইল টাকা পয়সা হাতেই নিয়ে চলে যাচ্ছে। বিশেষ করে বাড়ির তালাচাবি কিভাবে খুলছে সেটা আমরা কোনভাবেই বুঝতে পারছি না”। মৃণাল কান্তিবাবু তিনি আরও বলেন, আমি একজন পেশায় গ্রামীন চিকিৎসক, বিগত কয়েকদিন আগেই রোগী দেখে বাড়ি ফিরি, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙতেই দেখি বাড়ির তালা- চাবি খোলা। কিভাবে তালা চাবি খোলা হলো জানিনা। ঘর থেকে দুটো স্মার্ট মোবাইল ফোন সহ ২৫ হাজার টাকা নিয়ে চলে যায়, এমনকি মানিব্যাগে থাকা রোগী দেখার ফিজ সেটাও নিয়ে নেয় চোরেরা। জামালপুর থানায় মোবাইল মিসিং এর ডাইরি সহ ঘটনার কথা জানিয়েছেন অভিযোগকারী মৃণাল কান্তি রায়।
এলাকার বাসিন্দা পম্পা রায় বলেন, বাড়ি থেকে মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছে চোরেরা। বিগত এক সপ্তাহ ধরে চোরেরেদের আনাগোনা চলছে। পুলিশি নিরাপত্তার দাবি করেছেন শালালপুর ক্যানেল বাঁধ এলাকার গৃহবধূ পম্পা রায়।

রাত হলেই আতঙ্কে আতঙ্কিত এলাকার মানুষজন! এমন পরিস্থিতিতে পুলিশ প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকার মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *