পার্থ ভৌমিকের সমর্থনে নৈহাটি রেল স্টেশনের সংলগ্ন স্থানে পথসভার আয়োজন করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতি ওয়েবকুপা( WBCUPA) এবং নৈহাটি শিক্ষাবন্ধু সমিতি।

নিজস্ব সংবাদ ,নৈহাটি :- ১৫ মার্চ সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে নৈহাটি রেল স্টেশনের সংলগ্ন স্থানে পথসভার আয়োজন করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতি ওয়েবকুপা( WBCUPA) এবং নৈহাটি শিক্ষাবন্ধু সমিতি। নৈহাটির ওয়েবকুপা ইউনিটের পক্ষ থেকে এই পথসভার প্রধান উদ্যোক্তা ছিলেন অধ্যাপক গার্গী মুখোপাধ্যায়। পথসভায় বক্তব্য রাখেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা কৃশানু মিত্র । ওয়েবকুপার
রাজ্য সভাপতি অধ্যাপক ব্রাত্য বসুর মতাদর্শ,ভাবাদর্শ ও পরামর্শকে পাথেয় করে বক্তব্য রাখেন ওয়েবকুপা রাজ্য সম্পাদক মন্ডলীর এ্যসোসিয়েট সেক্রেটারি অধ্যাপক
ড. মহীতোষ গায়েন, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক ড ,অসীম মন্ডল,সহকারী সপ্মাদক রমেশ বর্মণ প্রমুখ। এছাড়া তৃণমূল কংগ্রেস ও শিক্ষাবন্ধু থেকে বক্তব্য রাখেন অনুপম হাটুই, সোমনাথ ভট্টাচার্য, বিশ্বজিৎ চক্রবর্তী, প্রবীর ঘোষ, সহ স্থানীয় পৌর মাতা প্রমুখ। বক্তব্যের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে মাতিয়ে দেন ব্রাত্যজন নামে একটি গানের দল তাদের গান ও কথার মাধ্যমে। এই পথসভায় একহাজার মানুষের উপস্থিতি ও সমর্থন প্রমাণ করে দেয় যে এবার ব্যারাকপুর লোকসভার আমজনতা পার্থ ভৌমিককে বিপুল ভোটে জেতাতে বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *