বিজেপির গ্যারান্টি ফোর টোয়েন্টি, বিজেপি বলছিল ইসবার ৪০৫, আর এখন মানুষ বলছে এবার বিজেপি হবে প্রগাঢ়পাড় – কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিষ্ণুপুর নিকুঞ্জপুর সভামঞ্চ থেকে একের পর এক মিথ্যা কথা বলে গেছেন তারই প্রমাণ রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী কাল বক্তব্যের মাঝে বলেছিলেন তিনি নাকি জল দিচ্ছেন বিনা পয়সায় , বিদ্যুৎ দিচ্ছেন বিনা পয়সায় এমনকি গ্যাসও দিচ্ছেন বিনা পয়সায়, মুখ্যমন্ত্রী বক্তব্যের মাঝে সভায় উপস্থিত মা-বোনেদের প্রশ্ন ছুঁড়ে দেন , আপনারাই বলুন তো, আপনারা কি সত্যি গ্যাস বিনা পয়সায় পাচ্ছেন, কৃষক বন্ধুরা কি পাচ্ছেন বিনা পয়সায় বিদ্যুৎ, পাচ্ছেন বিনা পয়সায় জল ? মুখ্যমন্ত্রীর করা সবকটা প্রশ্নের উত্তরে সভায় উপস্থিত সকলের মুখে একটি আওয়াজ উঠে না , এই উত্তর শুনে তিনি বলেন – এ তো দেখছি গ্যাস বেলুনের চেয়ে বড় গ্যাস। এরপরই তিনি রাজ্য সরকারের তরফ থেকে কি দিচ্ছেন তার পরিসংখ্যান তুলে ধরেন আর তারপরেই বিজেপিকে আক্রমণ শুরু করেন এই ভাষাতেই যে , বিজেপির গ্যারান্টি ফোর টোয়েন্টি,। এই প্রসঙ্গে তিনি বলেন প্রধানমন্ত্রী চেনেনা বাঁকুড়ার কোন জায়গাকেই না চেনার তালিকাতে ইন্দাসও আছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী ঘোষণা বিজেপি আসছে না আসছে না আসবেনা,।
বিজেপি বলছিল ইসবার ৪০৫, আর এখন মানুষ বলছে এবার বিজেপি হবে প্রগাঢ়পাড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *