পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাতের অন্ধকারে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়ের খড়গপুর শহরে আত্ম সহায়কের বাড়িতে তল্লাশিতে যায় ঘাটাল থানার পুলিশ,খবর পেয়ে ঘটনা তাহলে পৌঁছায় হিরন্ময় চট্টোপাধ্যায়, এরপর দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে চলে বচসা, হিরনের অভিযোগ কোন পারমিশন ছাড়াই তল্লাশি চালাতে এসেছি পুলিশ, কোন কাগজপত্র দেখাতে পারিনি, ইতিমধ্যেই সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন হিরণময় চট্টোপাধ্যায়, জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজনৈতিক মহলে, প্রসঙ্গত মঙ্গলবার সন্ধ্যায় শুভেন্দু অধিকারীর গেস্ট হাউসে তল্লাশি চালায় পুলিশ, জানিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দেয় বিরোধী দলনেতা।