নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – বাঁকুড়ার লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে প্রচারের শেষ দিনে ঝড় তুললেন টলিউডের তারকা অভিনেত্রী কৌশানী মুখার্জী ও বিদায়ী সাংসদ কল্যাণ ব্যানার্জি । এদিন কড়া রোদ ও গরম উপেক্ষা করে বাঁকুড়া লোকসভার ছাতনা বাজার এলাকায় বারবাকড়া মোড় থেকে দুবরাজপুর মোড় পর্যন্ত তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে হুডখোলা গাড়িতে চড়ে র্যালিতে অংশ নেন এই টলিউড অভিনেত্রী। প্রায় দু কিলোমিটার রাস্তা ধরে র্যালিটি অনুষ্ঠিত হয়। অভিনেত্রী ছাড়াও র্যালিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তীর্থঙ্কর কুন্ডু, ছাতনা তৃণমূল ব্লক সভাপতি স্বপন মন্ডল সহ অন্যান্য তৃণমূল ব্লক নেতৃত্ব সহ কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা। রাস্তার দু’পাশে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।