বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমা তিথিতে বিরনগরে পালিত হচ্ছে ঐতিহ্য প্রাচীন ওলাই চন্ডির পুজো।

0
93

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমা তিথিতে বিরনগরে পালিত হচ্ছে ঐতিহ্য প্রাচীন ওলাই চন্ডির পুজো। আর এই পুজো উপলক্ষে বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় লক্ষাধিক শ্রদ্ধালু ভিড় জমালেন বিরনগর ওলাই চন্ডী তলায়। কথিত আছে প্রায় 500 বছর আগে চাঁদ সোয়াদগর বাণিজ্য করতে যাওয়ার সময় চূর্ণী নদী তার ৭টা তরী তলিয়ে যায় এরপর তিনি ভেঙে পড়েন রাতে স্বপ্নাদেশ পান মা চণ্ডীর এই খানে তাকে প্রতিষ্টা করা হোক সেই মতো চাঁদসওদাগর প্রতিষ্ঠা করেন দেবীর ।তখন থেকে পুজো শুরু ।আবার কথিত আছে বিরনগরের ওলা বা কলেরা রোগে আক্রান্ত হন মানুষ তখন মা চণ্ডী এই গ্রাম কে রক্ষা করেন তারপর থেকে এই মা চন্ডিপুজো । পরে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এর উদ্যোগে বিরনগরে শুরু হয় ওলাই চন্ডী পুজো। প্রত্যেক বছর বুদ্ধপূর্নিমা তিথিতে আয়োজিত এই পুজোকে কেন্দ্র করে বিশাল মেলা বসে। যা চলে আগামী এক সপ্তাহ। কথিত আছে ওলাই চন্ডী মায়ের পুজো দিলে ভক্তের মনস্কামনা পূরণ হয়। আর সেই বিশ্বাস থেকেই প্রত্যেক বছর লক্ষাধিক মানুষ ভিড় জমান উলায়চন্ডি মায়ের এই পূজো তে । সেই সঙ্গে মেলায় বিকিকিনি করেন ভক্তবৃন্দরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here