রেমাল আগমনের পূর্বে পরিস্থিতি মোকাবিলায় তৈরী দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনও।

0
141

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: রেমাল-এর প্রভাব, আগামী ২৭ শে মে এবং ২৮শে মে দক্ষিণ দিনাজপুরে জারি কমলা সতর্কতা, রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বইবে জোরে বাতাস। রেমাল-এর মোকাবিলায় প্রস্তুতিতে গোটা রাজ্য, যে প্রস্তুতিতে বাদ নেই বালুরঘাট-ও। রবিবার রাত্রি ১২ নাগাদ কেতু পাড়া এবং সাগর আইল্যান্ডের মাঝখানে এসে পৌছানোর কথা রেমাল-এর। রেমাল আগমনের পূর্বে পরিস্থিতি মোকাবিলায় তৈরী প্রশাসনও। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া পর্যবেক্ষক সুমন সূত্রধর জানিয়েছেন রেমাল-এর কারনে আগামী ২৭শে মে তারিখ থেকে ২৯শে মে তারিখ অবধি দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তিনি জানিয়েছেন আগামী ৩ দিন দক্ষিণ দিনাজপুর জেলায় হতে পারে প্রায় ২০০ মিলিলিটার বৃষ্টিপাত। সেই সঙ্গে আগামী ৩ দিন দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন্টায় ৮-২৩ কিলোমিটার বেগে বাতাস বইবার সম্ভাবনা রয়েছে। অপরদিকে রেমাল-এর আগমনের পরিস্থিতি মোকাবিলায় বালুরঘাট পৌরসভা কন্ট্রোল রুম খুলেছে। বালুরঘাট পৌরসভার কন্ট্রোল রুমের ফোন নম্বর হলো ৯৭৩৩৪৪৫৭২৭। কন্ট্রোল রুমের খোলার পাশাপাশি কোন এলাকা জলমগ্ন হলে জল বের করার মেশিন, গাছ কাটার মেশিনও মজুত রেখেছে বালুরঘাট পৌরসভা। জানা গেছে বালুরঘাট পৌরসভার কন্ট্রোল রুমে রয়েছে প্রশিক্ষিত বিপর্যয় মোকাবিলার ২০ জনের দল। ত্রিপলও মজুত রাখা হয়েছে, রয়েছে এম্বুলেন্সের ব্যবস্থাও। বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য বিপুল কান্তি ঘোষ জানিয়েছেন তারা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here