মূল্যবান মনুষ্য জীবন ও ঈশ্বর সর্বশক্তিমান : স্বামী আত্মভোলানন্দ (পরিব্রাজক)।

আমাদের মূল্যবান সুন্দর মনুষ্য জীবনে কোনো কিছু চিরস্থায়ী না। নতুন কিছু আসবে পুরাতন কিছু যাবে এটাই জীবন। দুনিয়ায় সুখ,দুঃখ,কষ্ট, প্রিয়মানুষ কিছুই চিরস্থায়ী না। টাকা-পয়সা, প্রভাব প্রতিপত্তি এগুলো কোনটাই অন্তরের শান্তি, তৃপ্তি, আনন্দ দিতে পারে না। জীবনে সুখ দুঃখ, হাসি কান্না, সম্মান অপমান, সুন্দর কুৎসিত, ন্যায় অন্যায়, সুগন্ধ দুর্গন্ধ, সুস্বাদ বিস্বাদ, ভালোবাসা ঘৃণা, শীত গ্রীষ্ম, সাদা কালো, শব্দ নৈঃশব্দ্য, সমস্তকিছুই প্রকৃতিজাত ক্ষণস্থায়ী। এর কোনোটাই আমি/আপনি নই। পরিবর্তনশীল জগৎ, এগুলো প্রকৃতির স্বাভাবিক নিয়ম। একমাত্র আত্ম উপলব্ধি হল মানুষের ব্যক্তিত্ব বোধের পূর্ণ বিকাশ।

যেমন, যিনি সদামিথ্যা কথা বলেন, প্রতারক, কথাই কথাই ছলচাতুরী করেন, নাটক করেন, কথার পর কথা ঘুরিয়ে দেন, দোষমুক্ত হওয়া চেষ্টা করেন, তিনি আর যাই হন, সৎ আদর্শের ব্যক্তি নন, সাধু নন, শুভ চিন্তক নন, যত বড় পদাধিকারী হননা কেন তিনি! আমাদের সমাজে অন্যায় কারী যদি থাকে অন্যায় কে পশ্রয় দেওয়ারও লোকও থাকে। অন্যায় কারী দের উকিল থাকে অন্যায় কারীদের উকিলের ক্ষমতা কখনো কখনো বেশই দেখেছি। সাধারণত স্বাভাবিক ভাবেই সত্য একা থাকে। সত্যের পাশে মানুষ জন তেমন ঘেঁষে না। সত্য সবসময় খোলা, অভদ্র, অসভ্য, উলঙ্গ, অপ্রিয় রূপে প্রকাশিত হয়ে থাকে। সত্য কোন পোশাক পরে না। মিথ্যা সবসময় সুন্দর সুসজ্জিত রূপে প্রকাশিত হয়ে থাকে।

আবার আমাদের জীবনে যখন সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা থাকে। মিথ্যার বাহিনী বিশাল হয়। কারণ, মিথ্যার পিছনে থাকে মূর্খ, লোভী, স্বার্থপর এবং বিশ্বাসঘাতক এর দল। বর্ণমালায় যেমন একাধিক ব্যঞ্জনবর্ণের সমষ্টির অধিক গুরুত্বপূর্ণ কয়েকটি স্বরবর্ণ, অনুরূপ আমাদের পরিবার ও সমাজে একাধিক অসৎ ব্যক্তির সান্নিধ্যের চাইতে একজন সৎ ব্যক্তির সান্নিধ্য অনেক বেশি সৌহার্দ্যপূর্ণ। জীবনে অর্থ সম্পদ পদমর্যাদা গুরুত্বপূর্ণ হলেও সর্বশক্তিমান নয়। তাই, ক্ষমতার দম্ভ এ অন্ধ হয়ো না, কারণ, ঈশ্বর একমাত্র সর্বশক্তিমান। আমাদের সমাজে এগুলো চরম সত্য। গুরু মহারাজের শুভ ও মঙ্গলময় আশির্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক… এই প্রার্থনা করি…!
ওঁ গুরু কৃপা হি কেবলম্ …!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *