পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-লোকসভা ভোটের কাউন্টিং সম্পর্কিত বিভিন্ন বিষয়কে সামনে রেখে সাংবাদিক বৈঠক করলেন পূর্ব বর্ধমান জেলাশাসক।
জানা গেছে বর্ধমান পূর্বের ক্ষেত্রে কাউন্টিং সেন্টার হয়েছে ০৪ এম বি সি ইনস্টিটিউট অফ টেকনোলজি সাধনপুর বর্ধমান। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে ০১ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি তে। ইনচার্জ থাকছেন কাউন্টিং সেন্টারে রিটার্নিং অফিসার। ৩৮সি বর্ধমান পূর্বের ক্ষেত্রে ৫৪৮১ পোস্টাল ব্যালট কাউন্টিং হবে এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে ৭৭৮২ টি পোস্টাল ব্যালট কাউন্টিং হবে। পোস্টাল ব্যালটের কাউন্টিং হবে ১৬ নম্বর টেবিলে। সর্বমোট দু জায়গায় কাউন্টিং হবে। ১৩ থেকে ১৬ টা রাউন্ডে কাউন্টিং হবে বলে জানা যায় সাংবাদিক বৈঠক থেকে। টোটাল ১৬টা টেবিলে ভোট কাউন্ট হবে।