সায়নী ঘোষ ও মালা রায়ের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা রোড-শো।

নিজস্ব সংবাদ, যাদবপুর:-  আজ বেলা ২.৪৫টে থেকে যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ ও দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়ের সমর্থনে যাদবপুরের সুকান্ত সেতু থেকে গোপালনগর ক্রসিং পর্যন্ত দীর্ঘ পদযাত্রা করেন তৃণমূল কংগ্রেসের সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সায়নী ঘোষ ও ইন্দ্রনীল সেন সঙ্গীত পরিবেশন করেন।তখন জনজোয়ার হতে শুরু করেছে। আজকের পদযাত্রায় অংশ নেন তৃণমূল কংগ্রেসের অনেকে নেতা ও মন্ত্রী। পদযাত্রায় ছিলেন আইন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ,তৃণমূল নেতা সুব্রত বক্সী,মেয়র ফিরহাদ হাকিম,অরূপ রায়, দুই প্রার্থী সায়নী ঘোষ ও মালা রায়। দুই কেন্দ্রের বিভিন্ন নেতা, কর্মীদের সাথে পা মেলান ওয়েব কুপার রাজ্য নেতৃত্ব অধ্যাপক মহীতোষ গায়েন, অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়, অধ্যাপক রিমি দত্ত, অধ্যাপক মনোজিৎ মন্ডল, অধ্যাপক অসীম মন্ডল, অধ্যাপক দীপেন বিশ্বাস , অধ্যাপক অরিজিৎ মুখোপাধ্যায়, প্রশান্ত চৌকিদার, অভিজিৎ বর্মণ প্রমুখ। ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মী ইউনিয়নের অনেক নেতৃত্ব সহ হাজার হাজার তৃণমূল কর্মী, সমর্থক ও কৃষক, শ্রমিক ইউনিয়নের সদস্য, ছাত্র,যুব ও মহিলা সমিতির অসংখ্য সদস্য। আজকের এই মেগা পদযাত্রায় তিন লক্ষাধিক মানুষের উপস্থিতি জানান দিচ্ছে যাদবপুর ও দক্ষিণ কলকাতাতেও তৃণমূল কংগ্রেসের জয় এখন শুধু সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *