নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —-মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়ার দাবিতে পথ অবরোধ পরিবারের।ইংলিশবাজার থানার অন্তর্গত বাগবাড়ী এলাকার বাসিন্দা,পায়েল মন্ডল দীর্ঘদিন ধরে হবিবপুর থানা অন্তর্গত ঋষিপুর অঞ্চলের দক্ষিণ চাঁদপুর এলাকায় মামার বাড়িতে থাকতে সেখানে আকাশ চৌধুরী নামে যুবকের সঙ্গে প্রেম করে ছয় মাস আগে বিয়ে করেন।পরিবারের লোকজন জানতে পারে তার শ্বশুর বাড়ির লোকজনেরা বুধবার ভোরবেলা হঠাৎ পায়েল মন্ডলকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করে তারা জানতে পারে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল থেকে জানিয়ে দেয় পায়েল মৃত্যু হয়েছে। এই খবর পেয়ে ছুটে আসে গৃহবধূর পরিবারের বাড়ির লোকজন।সকাল থেকে বুলবুলচন্ডি গ্রামীণ হসপিটালে বসে মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য।প্রশাসনের তরফ থেকে মৃতদেহ ছাড়া হয়নি তাদের জানানো হয় বিডিও স্যার না আসলে মৃতদেহ ছাড়া হবে না।অপেক্ষায় সারাদিন কেটে গেল কোন সুরাহা না পেয়ে বিকেল বেলা মালদা নালাগোলা রাজ্য সড়ক পথ অবরোধ করে পরিবারের লোকেরা।মামা হিরু মন্ডল জানান,চাঁদ দক্ষিণ চাঁদপুর এলাকায় তাদের বাড়ির কাছে আকাশ চৌধুরী নামে এক যুবকের সাথে পায়েল মন্ডল এর বিয়ে হয় পায়েলের উপর আকাশ চৌধুরীর পরিবারের লোকজন অত্যাচার করত হঠাৎ বুধবার ভোর বেলা অভিযোগ মারধর করে মৃত অবস্থায় হসপিটালে নিয়ে আসে সারাদিন কেটে গেল হসপিটাল থেকে মৃতদেহ দেওয়া হয়নি। হবিবপুর থানা পুলিশ জানাই ম্যাজিস্ট্রেট তথা হবিবপুর ব্লকের বিডিও না আসলে মৃতদেহ ছাড়া হবে না।কিন্তু সারাদিন কেটে গেলেও আসেনি।অবশেষে মৃতদেহ না পেয়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে। এছাড়াও কাছে দাবি রেখেছেন পায়েল মন্ডলের শ্বশুরবাড়ি লোকজনের বিরুদ্ধে আইনত করা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।