গাজোল পরিবেশ রক্ষা সমিতির পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি।

0
223

নিজস্ব সংবাদদাতা, মালদা:--মালদহের গাজোলে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাজোল পরিবেশ রক্ষা সমিতির পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহণ করা হয়। এই দিন সংগঠনের পক্ষ থেকে গজোল তুলসি ডাঙ্গা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে বেশ কিছু জায়গায় একাধিক গাছ লাগানো হয় পাশাপাশি গাজোল হাই স্কুল ময়দানের বাউন্ডারি গোয়ালের পাশে বেশ কিছু গাছ লাগানো হয়। বিশ্ব উষ্ণায়ন রুখতে বেশি করে গাছ লাগাতে হবে এই কর্মসূচি নিয়ে সকলকে বার্তা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে সকল সদস্য মিলে এই গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়।
কাজল গাজোল পরিবেশ রক্ষা সমিতির সভাপতি প্রকাশ কুমার ব্যানার্জি জানান শুধু আজকের দিনে নয় প্রতিদিনই গাছ লাগানো দরকার প্রতিটি মানুষকেই। যে হারে বিশ্ব উষ্ণায়ন দেখা দিয়েছে তাতে প্রচন্ড গরমে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। বিগত দিনের তুলনায় প্রচন্ড গরম বেড়েছে পাশাপাশি দেখা যায় গাছ কাটার পর কেউ আর নতুনভাবে কোন গাছ লাগায় না। তাই আজকের দিনে শপথ করি আগামী দিনে সবাই গাছপালা প্রতিশ্রুতি নিতে হবে। আগামী দিনে যাতে বিভিন্ন এলাকায় গাছ লাগানো যায় সে বিষয়টা নজর রাখতে হবে। একটি গাছ একটি প্রাণ অতএব গাছ লাগান প্রাণ বাঁচান এই আমাদের বার্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here