নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সচেতনতামূলক একটি র্যালি বের করা হয়। এদিন ওই বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে ফালাকাটা শহর পরিক্রমা করে। পাশাপাশি ফালাকাটার ধূপগুড়ি মোড়ের বিভিন্ন এলাকা পরিষ্কার করা হয় ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে। এছাড়াও ফালাকাটায় পরিবেশ নিয়ে যারা সচেতনতা বৃদ্ধির জন্য যারা কাজ করেন সেই সব পরিবেশ কর্মীদের সম্মান জানানো হয় ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে।
Home রাজ্য আলিপুরদুয়ার বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের পক্ষ...