রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের জয়ে আজ সকালে উল্লাসে মাতলেন কর্মীরা।

0
1031

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ-  পর পর দুবার বালুরঘাট লোকসভা আসন থেকে পদ্ম প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের জয়ে বুধবার সকাল থেকে উৎসবে মেতে উঠল বিজেপি কর্মী সমর্থকেরা।

গতকাল গভীর রাত অবদ্ধি পুনর্গননার পর বিজেপি প্রার্থি সুকান্ত মজুমদারকে সরকারি ভাবে প্রায় দশ হাজার ভোটে জয়ী বলে ঘোষনা করা হয়। স্বাভাবিক ভাবেই অতরাত্রে কর্মী সমর্থকদের আনন্দে মেতে ওঠা সম্ভবরপর ছিল না। সেকারনেই আজ সকালে উল্লাসে মাতলেন কর্মীরা। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে বিজেপি কর্মীদের এই উল্লাস। বিজেপি জেলা সম্পাদক স্বরূপ চৌধুরী জানান, এই উল্লাস সুকান্ত মজুমদার পুনরায় বালুরঘাট লোকসভা কেন্দ্রে পুনরায় জয়লাভ করায় কর্মীদের এই উল্লাস। স্বরূপবাবু জানান, গণনা প্রথম দিকে টিএমসির প্রার্থী বিপ্লব মিত্র জিতে থাকলেও ১০ রাউন্ড গণনা পর জিততে থাকেন সুকান্ত বাবু। তারপরে আজ সকাল থেকে শুরু হয় কর্মীতে উল্লাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here