হাওড়া সদরের প্রসূন ব্যানার্জি পরপর তিনবার হ্যাটট্রিক করলেন।

0
1730

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – পশ্চিমবঙ্গে ঘাসফুলের ঝড়ের উড়ে গেল পদ্মফুল সেই সঙ্গে হাওড়ায় দুটো আসনে তৃণমূলের জয়জয়কার। সমস্ত এক্সজিট পোল কে বুড়া আঙ্গুল দেখিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়জয়কার। লোকসভায় ২৯ টি আসন জয়লাভ করলো তৃণমূল, গতবারের বিজেপি লোকসভায় ১৮টি আসনে জয়লাভ করলেও ২০২৪শে ১২টি আসনে জয়লাভ করলো। বিজেপির হেভি ওয়েট নেতারা ধরাশায়ী হলো তৃণমূলের দাপটে। বলা যায় মমতা ব্যানার্জি নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সুনিপুণ সেনাপতিত্বের ফলে তৃণমূল দল পশ্চিমবঙ্গে সবুজ আবিরে ভরিয়ে দিল আকাশ বাতাস। চারিদিকে জয় বাংলা ধ্বনিতে মুখরিত হলো। হাওড়া জেলায় দুটি লোকসভা আসনেই তৃণমূল বিপুলভাবে জয়ী হলো। হাওড়া সদরের প্রসূন ব্যানার্জি পরপর তিনবার হ্যাটট্রিক করলেন। এবারও দেড় লক্ষ অধিক ভোট পেয়ে জয়লাভ করলেন। সেই জয়ের আনন্দে সমর্থকরা বার করল বিজয় মিছিল। শিবপুর বিধানসভার ৫০ নম্বর ওয়ার্ড এর প্রাক্তন পৌরপিতা ত্রিলোকেস মন্ডল এর নেতৃত্বে বালিটিকুড়ি এলাকায় বিজয় মিছিল করলেন। প্রায় কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকরা এই বিজয় মিছিলে অংশগ্রহণ করলে। ঠিক তেমনি সাঁকরাইল ব্লকের মানিকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল বর্ণাঢ্য মিছিলে আয়োজন করা হয়। সবুজ আবির মেখে জয়বাংলা ধ্বনিতে মুখরিত হলো এলাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here