বিদ্যুতের পরিষেবা ব্যাহত, থাকছেনা ভোল্টেজ, ক্ষুব্ধ হয়ে মালদা নালগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের একাংশের।

নিজস্ব সংবাদদাতা, মালদা:-  ফের পথ অবরোধ পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের সেতু মোর এলাকায়। এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সংশ্লিষ্ট এলাকার সাহাপুর বাগান পাড়ার বাসিন্দারা। অভিযোগ বিগত ১২ বছর ধরে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুতের পরিষেবা ব্যাহত।থাকছেনা ভোল্টেজ আজও একই চিত্র অবশেষে বৃহস্পতিবার আনুমানিক ছটা নাগাদ ক্ষুব্ধ হয়ে মালদা নালগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের একাংশের। এদিন প্রায় ৬০টি পরিবারের মানুষজনেরা পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হন। এদিন মহিলারাও রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান তাদের একটাই দাবি যদি বিদ্যুৎ পরিষেবা ঠিক না হয় আন্দোলন চালিয়ে যাবেন।অন্যদিকে পথ অবরোধের জেরে কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয় আটকে পড়ে বহু যানবাহন। তারা আরো অভিযোগ করেন যে বিগত তিন মাস হয়েছে ট্রান্সফরমা পরিবর্তন করা অথচ বিদ্যুৎ পরিষেবা এখনো সুরাহা হয়নি। তাই সঠিক পরিষেবার দাবিতে অবরোধে সামিল হন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *