শ্রীলতাহানির ঘটনায় উত্তেজনা ছড়ালো নদীয়ার চাকদহ থানার শিমুরালি কালীগঞ্জ বাজার এলাকায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ২ নাবালিকার শ্রীলতাহানির ঘটনায় উত্তেজনা ছড়ালো নদীয়ার চাকদহ থানার শিমুরালি কালীগঞ্জ বাজার এলাকায়। অভিযোগ গৃহ শিক্ষকতার আড়ালে শারীরিক নির্যাতন করত দীর্ঘদিন ধরে ২ নাবালিকা স্কুল ছাত্রীকে। অভিযোগের তিন গৃহশিক্ষক নির্মল ঘোষের বিরুদ্ধে। নির্মল ঘোষ নামে ওই শিক্ষক এর কালীগঞ্জ বাজারের কাছে দিও নগর শিশু বিকাশ কেন্দ্র নামে একটি বেসরকারি স্কুল রয়েছে সেই স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়তো ওই দুই নাবালিকা। বেশ কিছুদিন ধরেই তাদের ওপরে শ্রীতাহানি করছে বলে এমনটাই অভিযোগ নাবালিকা ও তার পরিবারের । নাবালিকাকে ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করে রেখেছিল নির্মল ঘোষ নামে ওই শিক্ষক। নির্যাতনের পরিমাণ এতটাই বাড়ন্ত হয়ে পড়েছিল শেষমেষ স্কুলের দিদিমনির কাছে প্রকাশ করে ওই দুই স্কুল ছাত্রী। ঘটনার কথা জানাজানি হতেই এরপর আজ সন্ধ্যায় অভিযুক্ত শিক্ষক নির্মল ঘোষ কে গ্রেপ্তারের দাবিতে তার বাড়িতে চড়াও হয় এলাকার বাসিন্দা সহ ওই দুই নাবালিকার পরিবার সকলে। ঘটনার আভাস পেয়েই বাড়ি থেকে পলাতক শিক্ষক নির্মল ঘোষ। উত্তেজনা ছড়ালে চাকদাহ থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতির সামাল দেয় এরপর জিজ্ঞাসাবাদ এর জন্য তার স্ত্রী মালা ঘোষ কে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগেও এই নির্মল ঘোষের বিরুদ্ধে শ্রীলতাহানির অভিযোগ রয়েছে। এবারে নতুন করে আবারও একই অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *