শনিবার সাংবাদিক বৈঠক করলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক তথা তৃনমূল নেতা সৌরভ চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দু:ক্ষটা কোন জায়গায়? আমরা পারলাম না।আত্মশুদ্ধিকরণ হওয়া উচিত।এভাবে চলতে পারেনা।এভাবে চলা যায়না। আবেগতাড়িত হয়ে শনিবার সাংবাদিক বৈঠক করলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক তথা তৃনমূল নেতা সৌরভ চক্রবর্তী। এদিন তিনি সাংবাদিক বৈঠকে জানান,কেন পরাজয় তা বিশ্লেষন করছি।খারাপ লাগছে।মর্মাহত।উত্তরের জেলাগুলিতে আমরা পারলাম না।আমরা ব্যার্থ।তিনি প্রশ্ন তোলেন সারা বাংলায় যখন তৃনমূলের জোয়ার। তখন কেন আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জিততে পারলাম না।আমাদের কোন খামতি আছে? আত্মবিশ্লেষন করা উচিত! দফায় দফায় করা উচিত। আমি কারও বিরুদ্ধে নই। ২০১৪ সালে তো জেলা হয়নি, লক্ষীর ভান্ডার ছিলোনা,রেশন ছিলোনা। ১০০ দিনের টাকা কিংবা চা সুন্দরী ছিলোনা।আমরা জিতেছি। কিন্তু এবার ৩ লক্ষ ১৭ হাজার ২৬১ জনকে ১০০ দিনের ১৫৬ কোটি টাকা দেওয়া হয়েছে। চা সুন্দরীর জন্য ৮৪ কোটি টাকা দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারে ৩ লক্ষ ৫১ হাজার ৪০০ জন কে লক্ষীর ভান্ডারের জন্য ১২৬ কোটি টাকা দেওয়া হচ্ছে। এখানে ১১ লক্ষ লোক।আর ভোট পেয়েছি ৬ লক্ষ।আমরা পারলাম না।দু:খিত ও মর্মাহত। এজন্য আত্মবিশ্লেষন হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *