পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ জয়যুক্ত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন তালিত রেলগেটের ওভার ব্রিজের কথা। জয়ী হওয়ার পরই তিনি পরিদর্শনে এলেন বর্ধমান এক ব্লকের তালিত রেলগেট। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের যানজটের সমস্যা হচ্ছিল এই তারিখ রেলগেট নিয়ে। রেলগেট পড়ে থাকার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো সাধারণ মানুষকে। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে জয়ের পরেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী কীর্তি আজাদ পরিদর্শনে যান তালিদ রেলগেট। তার সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি তা সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। শুধুমাত্র তালিত রেল গেটের ওভারব্রিজ নয় সাঁই কমপ্লেক্স এ স্টেডিয়াম তৈরি এবং শক্তি গড়েও একটি ওভার ব্রিজ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী কীর্তি আজাদ।