আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- বহুবার আশ্বাস পেয়েছেন ফালাকাটার বাসিন্দারা। ভোট এলেই সেই আশ্বাস আর প্রতিশ্রুতির পরিমান আরও দ্বিগুন বাড়ে। তবে ফল কিন্তু মেলেনা এই শহরের বাসিন্দাদের। ফালাকাটা শহরের উপরে রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নিজস্ব জায়গায় বাস স্টেশন। কোচবিহার, আলিপুরদুয়ার থেকে ছেড়ে যাওয়া বাস গুলিকে ফালাকাটা হয়েই যেতে হয়। স্বভাবতই গুরুত্বের দিক থেকে ফালাকাটার এই বাস স্টেশনের যথেষ্ট গুরুত্বপূর্ন। অথচ এমন একটি এলাকার বাস স্টেশনটি গুরুত্বহীন হয়ে রয়েছে খোদ পরিবহন দপ্তরের কাছে। ফালাকাটা বাস স্টেশনকে পুনরায় ডিপোতে উন্নীত করে আধুনিকরন করা হবে এমন আশ্বাসও বহু বছর ধরেই পেয়ে আসছেন ফালাকাটার বাসিন্দারা। নিজস্ব জমি রয়েছে ডিপো তৈরীর। অথচ সেই এলাকার বাস দাঁড়ায় রাস্তার উপরে। রোদ বৃষ্টি গাঁয়ে মেখেই প্রতিদিন গাড়ি ধরতে হয় নিত্য যাত্রীদের বলে অভিযোগ। ক্ষুব্ধ এলাকার মানুষজন বলছেন আশ্বাসি সার, কাজের কাজ কিছুই হয়না। জানা গিয়েছে, কোচবিহার রাজ আমলে তৈরি ফালাকাটার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ডিপোটি পরিকাঠামোর অভাবে বর্তমানে একটি সাধারণ স্টেশনে রূপান্তরিত হয়েছে। এখন আর এখান থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ে না।শুধুমাত্র শিলিগুড়ি থেকে কোচবিহার ও আলিপুরদুয়ারের মধ্যে যাতায়াতকারী বাস গুলো দাঁড়ায়। ফলে যাত্রী পরিষেবা নিয়ে ক্ষোভ বিক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
Home রাজ্য আলিপুরদুয়ার কোচবিহার রাজ আমলে তৈরি ফালাকাটার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ডিপোটি পরিকাঠামোর অভাবে...