মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাজ কলেজ গেটে অবস্থান বিক্ষোভ সামিল হল তৃণমূল ছাত্র পরিষদ।

0
13

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-NEET-UG এবং NET পরীক্ষায় দুর্নীতির জন্য ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ এক প্রকার অন্ধকারে। ডাক্তারি পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী এবং মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাজ কলেজ গেটে অবস্থান বিক্ষোভ সামিল হল তৃণমূল ছাত্র পরিষদ। বর্ধমান রাজ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি সার্দিক সাহা বলেন, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় সবথেকে বড় দুর্নীতি হয়েছে নীট ও নেট পরীক্ষায়। কেন্দ্রীয় সরকারের আন্ডারে নেট পরীক্ষায় যেভাবে দুর্নীতি হয়েছে সেটা সবাই দেখছেন। ডাক্তারি পরীক্ষায় এত বড় দুর্নীতি হলে মানুষ কোথায় যাবে। মানুষের যে আস্থা ডাক্তারদের প্রতি ছিল সেই আস্তাও হারিয়ে যেতে বসেছে এত বড় দুর্নীতির ফলে। উচ্চমাধ্যমিকে ফেল গুজরাটি ছাত্ররাও উত্তীর্ণ হয়েছে ডাক্তারি পরীক্ষায়, এত বড় স্ক্যাম জাস্ট ভাবা যায় না। ডাক্তারি পরীক্ষায় যে স্ক্যাম হয়েছে আমরা তার প্রতিবাদে কলেজ গেটে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here