কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ।

নিজস্ব সংবাদ,উত্তর ২৪পরগনা,নিউব্যারাকপুর:-  আজ ২৫/৬ তারিখ কেন্দ্রীয় সরকারের NEET ও UGC NET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস দুর্নীতি কয়েক লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করার প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পদত্যাগের দাবিতে এবং মোদি সরকারের দুঃশাসনের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে শিক্ষাসেল সহ তৃণমূল নেতৃত্ব ,কর্মী, সমর্থকদের নিয়ে নিউব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলের সামনে থেকে বিকেল ৫টায় এক মিছিল সংঘটিত হয় একঘন্টা ধরে এলাকা ঘুরে এই মিছিল শেষ হয় ১৭৫ নম্বর মিনি বাসস্ট্যান্ডে। মিছিলে পা মেলান তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন দে, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মনোজ সরকার, নিউব্যারাকপুর বিভিন্ন ওয়ার্ড -এর প্রতিনিধিরা,৩নম্বর ওয়ার্ড -এর যুব নেতা রাজেশ সাহা ,ওয়েবকুপার রাজ্য কমিটির সহযোগী সম্পাদক অধ্যাপক মহীতোষ গায়েন, অধ্যাপক শীবেন্দু দত্ত , নিউব্যারাকপুর টাউন তৃণমূল কংগ্রেসের তনয় দাস। এছাড়া অসংখ্য ছাত্রছাত্রী,যুব নেতৃত্ব সহ প্রায় তিন শতাধিক তৃণমূল কংগ্রেসের সৈনিক এই মিছিলে অংশ নেন। সব শেষে প্রতিবাদ জানাতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *