পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- অকাল বর্ষণের ফলে আলু চাষিরা ব্যাপক ক্ষতির মুখে৷ এই ক্ষতিপূরণের দাবিতে বিভিন্ন স্তরে বারবার দাবি জানানো সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি। কৃষি ও কৃষক বাঁচাও কমিটি এবং কৃষক ঐক্যমঞ্চের যৌথ উদ্যোগে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর, বর্ধমান-১ ও ২, মেমারি- ১ ও ২, গলসী সহ বিভিন্ন ব্লক থেকে কৃষকরা একত্রিত হয়ে শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। এরপর তারা ১০ দফা দাবি নিয়ে জেলাশাসককে ডেপুটেশন এবং ৮ দফা দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরকে ডেপুটেশন দেয়। এদিন বিক্ষোভে অংশ নেওয়া কৃষকরা জানান রাজ্য ও কেন্দ্র উভয় সরকার চাষীদের দেখুক না হলে চাষিরা আরও ঋণগ্রস্থ হয়ে পড়বে, এমনকি তাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। কৃষি ও কৃষক বাঁচাও কমিটির জেলা সম্পাদক অনিরুদ্ধ কুন্ডু বলেন, যেভাবে বিমা কোম্পানি ক্ষতির পরিমাণ ঠিক করেছে তা ঠিক নয়। দেখা যাচ্ছে যে সকল এলাকায় আলু চাষ হয়নি এবং বেশি ক্ষতি হয়নি সে সকল এলাকায় ক্ষতির পরিমাণ বেশি দেখানো হচ্ছে। সঠিক পর্যবেক্ষণ করে অকাল বর্ষার ক্ষতিগ্রস্ত আলু চাষীদের ১০০ শতাংশ বীমার টাকা দিতে হবে, কৃষিতে বিদ্যুতের স্মার্ট মিটার ও এল পি এস সি বাতিল, কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ ও সারে কালোবাজারি রুখতে হবে। অতিসত্বর তাদের এই দাবিগুলোর না মানা হলে তারা নবান্ন অভিযান এমনকি দিল্লির অভিযানেরও ডাক দেবে।