পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-আশ্চর্যজনক এক ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ১২ নম্বর ওয়ার্ডের বালাজি হাউসিং কমপ্লেক্সের বাসিন্দারা। কি সেই আশ্চর্যজনক ঘটনা? বালাজি হাউজিং কমপ্লেক্সের জলা জায়গায় জঙ্গল সাপসূত্র করার সময় হঠাৎ দেখা মিলল একটি শিবলিঙ্গের! জানা গেছে শিবলিঙ্গটি শোয়ানো অবস্থায় ছিল। শুধু শিবলিঙ্গই নয়, শিবলিঙ্গের সাথে জড়ানো ছিল একটি সাপ! আরো জানা যায় সেই স্থানেই ছিল একটি গাঁজা গাছ ও একটি নিম গাছ। নিম গাছ সাধারণত কোন দেবত্ব জায়গাতেই সচরাচর দেখতে পাওয়া যায়, তাহলে এটা কি কোন বহু পুরনো দেবত্ব জায়গা? প্রশ্ন স্থানীয় মানুষজনের মনে। তবে ঘটনা ইতিমধ্যেই জানানো হয়েছে বালাজি কমপ্লেক্সের কমিটিকে। এলাকাবাসীরা চাইছেন শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা হোক।