আন্তর্জাতিক মাদক ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে বুধবার সকালে নদিয়ার কৃষ্ণনগর জেলা পুলিশের নির্দেশে ও নবদ্বীপ থানার ব্যবস্থাপনায় থানা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

0
1888

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আন্তর্জাতিক মাদক ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে বুধবার সকালে নদিয়ার কৃষ্ণনগর জেলা পুলিশের নির্দেশে ও নবদ্বীপ থানার ব্যবস্থাপনায় থানা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জনসচেতনতা মূলক শোভাযাত্রাটি নবদ্বীপ শহরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে। এ দিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আরক্ষা আধিকারিক জলেশ্বর তিওয়ারি সহ থানার অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার্সয়েরা। শহরবাসীকে বেআইনিভাবে মাদক দ্রব্য ব্যবহার করা থেকে বিরত থাকার পাশাপাশি অবৈধ পাচার সম্পর্কে সচেতন করে তোরার মধ্যে দিয়ে অসামাজিক কার্যকলাপের রাস টানতেই মূলত জেলা পুলিশের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আরক্ষা আধিকারিক জানান, কৃষ্ণগর জেলা পুলিশের নির্দেশে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নবদ্বীপ থানা এলাকার সকল অধিবাসীদের মাদকদ্রব্য ব্যবহারের কুপ্রভাব সম্পর্কে সচেতন করে তোলার পাশাপাশি যুব সমাজকে মাদক মুক্ত করে তুলতেই মূলত পুলিশের এই সচেতনতামূলক কর্মসূচি। সেই কারণে মাদকবিরোধী দিবস কর্মসূচিকে সামনে রেখে এই দিন সকালে নবদ্বীপ থানা প্রাঙ্গন থেকে সকল পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে সচেতনতামূলক এক পদযাত্রার আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here