শরীরচর্চার জন্য মাল্টি জিমের শুভ উদ্বোধন ফালাকাটার তরুণ দল ক্লাবে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- নতুন রূপে সকলের সামনে প্রস্ফুটিত হলো ফালাকাটার তরুণ দল ক্লাব। রবিবার ঠান্ডা পরিস্রুত পানীয় জলদান প্রকল্পটি চালু হল। এছাড়াও শরীরচর্চার জন্য মাল্টি জিমের শুভ উদ্বোধন করা হলো। উদ্বোধন করেন ফালাকাটা থানার আই সি সমিত তালুকদার। এদিন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, “পাশেই রয়েছে স্ট্যান্ড এবং ওখানে প্রচুর লোকজন বাইরে থেকে আসে তাদের পানীয় জলের সমস্যা হয় সেই কারণেই ক্লাবের পক্ষ থেকে এই পানীয় জলের ব্যবস্থা করা হলো পাশাপাশি শরীরচর্চার জন্য এই মাল্টি জিম তৈরি করা হয়েছে। শারীরিক ও মানসিক দৃঢ়তা আনতে অনেকটা সাহায্য করবে এই জিম।” উল্লেখ্য, করোনা মহামারীর কালে এই ক্লাব পক্ষ থেকে প্রচুর মূল্যবান এবং অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে প্রদান করা হয়েছিল, যা অন্যতম নজির গড়েছিল ওই সময়।আরো একবার সেবা মূলক কাজে নিজেদের নিয়োজিত করতে ঠান্ডা পরিস্রুত পানীয় জলদান সেবা প্রকল্প সেই সাথে, মাল্টি জিম একই সাথে পুরোপুরি আধুনিক সাজে সাজিয়ে তোলা হয়েছে ক্লাব কক্ষ। ফালাকাটার তরুণ দল ক্লাবের এই উদ্যোগে খুশি স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *