ফুটপাথ দখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু পুরোনো ছবিটা এখন বহাল পূর্ব বর্ধমান জুড়ে।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-সোমবার নবান্নের বৈঠকে রাজ্যের বিভিন্ন এলাকার ফুটপাথ দখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দেশ দিয়েছিলেন পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার। তারপরেই তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। এমনকী এ দিন রাতেই শহরের বিভিন্ন এলাকায় পুলিশ গিয়ে দোকানিদের সাফ জানিয়ে দিচ্ছেন ফুটপাথের অংশ দখল করে কোনও ভাবেই ব্যবসা করা যাবে না। সল্টলেক থেকে কলকাতা সব জায়গাতেই চলছে উচ্ছেদ অভিযান। গড়িয়াহাট মার্কেট এবং নিউমার্কেটের চিত্রটিও এক। সেখানে ফুটপাথ জুড়েই দেদার ব্যবসা চলে হকারদের। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকে চলছে পুরো রাজ্যে হকার উচ্ছেদ অভিযান। এখন প্রশ্ন উঠছে এই অভিযানের পর কী এবার তাহলে বদলাতে চলেছে ফুটপাত দখলের মতো চেনা ছবি? কিন্তু না, পুরোনো ছবিটা এখন বহাল পূর্ব বর্ধমান জুড়ে। বর্ধমান শহরের ব্যস্ততম রাস্তা এবং ফুটপাত জুড়ে চলছে দেদার ব্যবসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *