রবিবার কোচবিহার দক্ষিন বিধানসভা কেন্দ্রের ফলিমারী অঞ্চলের ২ জন গ্রাম পঞ্চায়েত মায়া ভৌমিক সরকার ও চন্দনা বর্মণ রায় সরকার বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দিল।

0
14

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা, ৩০ জুনঃ ফের বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দিল দুই পঞ্চায়েত সদস্য মন্ডল সভাপতি ও বুথ সভাপতি সহ বেশ কয়েকজন নেতৃত্ব। রবিবার কোচবিহার দক্ষিন বিধানসভা কেন্দ্রের ফলিমারী অঞ্চলের ২ জন গ্রাম পঞ্চায়েত মায়া ভৌমিক সরকার ও চন্দনা বর্মণ রায় সরকার, বিজেপি মণ্ডল সভাপতি বিশ্বনাথ সরকার, বুথ সভাপতি দীপঙ্কর রায় সরকার সহ বেশ কয়েকজন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন সাতমাইল দলীয় কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
এদিন সদ্য বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদানকারী বিজেপির মন্ডল সভাপতি জানান, ২০১৬ সাল থেকে আমরা বিজেপিটা করি। ২০১৯ সালের আমরা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে জিতিয়েছিলাম। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫ বছর কোচবিহারে বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিককে এলাকায় দেখা যায়নি, কোন উন্নয়ন করেনি। তাই এবার মানুষ তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে বিপুল ভোটে জয়ী করে নিশীথ প্রামাণিককে মানুষ উতিচ শিক্ষা দিয়েছে। কারন ৫ বছর ধরে গ্রামের কোন উন্নয়ন না হওয়ায় সাধারণ মানুষ বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করছে। তাই আমিও আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলাম।
এদিন এবিষয়ে কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, কোচবিহার দক্ষিন বিধানসভা কেন্দ্রের ফলিমারী অঞ্চলের ২জন গ্রাম পঞ্চায়েত মায়া ভৌমিক সরকার ও চন্দনা বর্মণ রায় সরকার, বিজেপি মণ্ডল সভাপতি বিশ্বনাথ সরকার, বুথ সভাপতি দীপঙ্কর রায় সরকার সহ বেশ কয়েকজন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কারন ওই এলাকায় তারা সাধারণ মানুষের ভোটে জয়ী হয়েও এলাকার মানুষের উন্নয়ন করতে পারে নি। তাই তারা এলাকার উন্নয়নের জন্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here