নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মঙ্গলবার দিনও ফালাকাটা ফুটপাত দখল মুক্ত করতে পুরসভার অভিযান জারি থাকলো। এদিন ফালাকাটা শহরে ফুটপাত দখলমুক্ত করতে পুনরায় পুলিসকে সাথে নিয়ে পথে নামল ফালাকাটা পুরসভা। এদিনও ফালাকাটার মেইনরোড, নেতাজী রোড, হাটখোলা সহ শহরের বেশ কিছু এলাকায় রাস্তার ধারের ফুটপাত দখলমুক্ত করা হয়। এবং কড়া বার্তা দেওয়া হয় আবারও যদি ব্যবসায়ীরা ফুটপাত দখল করে পসরা সাজিয়ে বসেন তাদের প্রতি কঠোর ভাবে ব্যবস্থা নেবে পুরসভা।
মঙ্গলবার দিনও ফালাকাটা ফুটপাত দখল মুক্ত করতে পুরসভার অভিযান জারি থাকলো।

Leave a Reply