তিন শতক জমি নিয়ে গ্রামের দুই পরিবারের বিবাদে রণক্ষেত্র পরিস্থিতি।

মালদা; নিজস্ব সংবাদদাতাঃ ০৩জুলাই: – তিন শতক জমি নিয়ে গ্রামের দুই পরিবারের বিবাদে রণক্ষেত্র পরিস্থিতি। ভরদুপুরে বোমার আওয়াজে কেঁপে উঠল এলাকা। একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। দুই পক্ষের দুজনকে আটক। তৃণমূলের মদতে এই ভাবে বিভিন্ন এলাকায় বোমা মজুদ থাকছে কটাক্ষ বিজেপির। সামান্য গ্রাম্য বিবাদে রাজনীতির রং লাগাচ্ছে বিজেপি পাল্টা তৃণমূল। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিপলতলা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্র জানা গেছে পিপলতলা গ্রামের একটি জায়গায় মোট ৩১ শতক জমির মধ্যে ১১ বছর ধরে তিন শতক জমি নিয়ে বিবাদ চলছে ওই গ্রামেরই দুই বাসিন্দা আব্দুল লতিফ এবং আজিজের মধ্যে।এক পক্ষের অভিযোগ জমির রেকর্ড তাদের নামে থাকা সত্ত্বেও তাদের জমি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।অন্য পক্ষের অভিযোগ জোর করে জমি থেকে তাদের উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে।বুধবার দুপুরে দুই পক্ষই এই ৩ শতক জমি দখলের চেষ্টা করলে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে উঠে। তারপরে হঠাৎ বোমার আওয়াজে কেঁপে উঠে পিপলতলা। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে।ঘটনাস্থলে মিলেছে বোমের সুতলী। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এখনো উত্তেজনা রয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *