সমুদ্র সৈকত দীঘা মোহনা এবং মাছের বাজার ঘুরে বেড়ালেন দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সকাল সকাল পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা মোহনা এবং মাছের বাজার ঘুরে বেড়ালেন দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ, এদিন যারা মাছ কেনা বেচা
করছে যারা মাছ কিনতে আসছে,তাদের সাথে সেই সঙ্গে কথোপকথন করার পাশাপাশি সাধারণ মানুষের সাথে কথা বললেন তিনি, পরিশেষে সংবাদমাধ্যমের সামনে একেবারে তিনি প্রথমেই রাজনৈতিক ব্যাপারে কোন প্রশ্ন উত্তর নয় এটা বলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কথা বলতে পিছপা হননি তিনি,সমাজ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও প্রসঙ্গে তথা মহিলাদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন,সব থেকে মজার ব্যাপার হচ্ছে যারা বলছিলেন গণ প্রহারে দেশের বিভিন্ন প্রান্তে মৃত্যু ঘটছে তার জন্য আমাদের সরকার একটি আইন লাঘু করেছে,১ তারিখ থেকে যে আইন লাগু হয়েছে সেখানে গণ প্রহার করছে এমন ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলেই আইন তার মৃত্যুদণ্ড দেবে,তাই যখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার দলের লোকই বারে বারে বিভিন্ন জায়গায় গণ প্রহারে মেতে উঠছে তখন থেকেই এই আইনের বিরোধিতা করছেন এবং তাদের উকিল চামচা এই কাজে সহযোগিতা করছে,গণ পিটুনি পাড়ায় পাড়ায় হচ্ছে, যারা দিল্লিতে ধরনা দিতো,হাথরাসের ঘটনা নিয়ে এত কথা বলতো আজ সেই সব বুদ্ধিজীবী কোথায়, এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ,মহিলাদের রাস্তায় বিবস্ত্র করে মারা হচ্ছে এটা কোন সভ্য সমাজ, যে আইন পাস হয়েছে সবাইকে তার সাজা পেতে হবে,সমাজ বিরোধীদের টিকিট দিয়েই ভোটে জিতিয়ে সমাজ বিরোধীদেরই কাজে লাগাচ্ছে মমতা ব্যানার্জি,এই ধরনের কাজ করলে কেউ বাঁচবে না , এভাবেই নিশানা করলেন তিনি।

মাছের বাজার তথা সমুদ্র দর্শন করার সময় দিলীপ ঘোষের পাশে সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *