একুশে জুলাই শহীদ স্মরণ সামনে রেখে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো হিলি ১নং গ্রাম পঞ্চায়েতের উপরতলার সভা কক্ষে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হিলি, আজ ৪ঠা জুলাই বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে একুশে জুলাই শহীদ স্মরণ সামনে রেখে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো হিলি ১নং গ্রাম পঞ্চায়েতের উপরতলার সভা কক্ষে। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক আশুতোষ সাহা মহাশয়, হিলি ব্লকের ব্লক প্রেসিডেন্ট মিহির সরকার মহাশয়, হিলি ব্লকের যুব প্রেসিডেন্ট অমিত বিশ্বাস মহাশয়, হিলি ব্লকের আইএনটিটিইউসির প্রেসিডেন্ট দুলাল স্বর্ণকার মহাশয়, দক্ষিণ দিনাজপুর জেলার যুব প্রেসিডেন্ট ও জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার মহাশয়, হিলি ব্লক ছাত্র যুব প্রেসিডেন্ট বিশাল ঘোষ ওহিলি ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ দাস মহাশয় একে একে সকলে যে ২১ জন বীর যোদ্ধা শহীদ হয়েছেন কেনই বা শহীদ হয়েছেন বা কি জন্য শহীদ হয়েছেন সেইসব বিষয় নিয়ে আলোচনা এই সবার মধ্যে তুলে ধরেন এছাড়াও হিলি ব্লকের আশুতোষ সাহা কল্যাণ কুণ্ড মহাশয় ও আরও হিলি ব্লকের অনেক তৃণমূল কর্মী ওই সময় কলকাতায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *